Oxat 20 এর কাজ কি বিস্তারিত জেনে নিন

ইমকন ট্যাবলেট খাওয়ার নিয়ম - ইমকন ট্যাবলেট এর কাজ কিআপনারা Oxat 20 এর কাজ কি তা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকে আমরা আপনাদের জন্য অক্সাট ২০ খাওয়ার নিয়ম, Oxat 20 এর কাজ কি এবং অক্সাট ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করবো। Oxat 20 সম্পর্কে বিস্তারিত জানতে Oxat 20 এর কাজ কি আর্টিকেলটি মনোযোগ সহ পড়ুন।
Oxat 20 এর কাজ কি বিস্তারিত জেনে নিন
যেকোন ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই সেই ওষুধের কাজ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং ডোজ সম্পর্কে প্রত্যককেই ধারণা থাকা জরুরী। তাই Oxat 20 সেবনের পূর্বে এই ওষুধের বিস্তারিত সম্পর্কে জেনে নিন Oxat 20 এর কাজ কি আর্টিকেলটি পড়ার মাধ্যমে।

oxat 20

অনেকে জানতে চায় যে অক্সাট ২০ কিসের ওষুধ বা কি কাজে ব্যবহৃত হয়। Oxat 20 সাধারণত ব্যবহৃত হয় দুশ্চিন্তা বা মানসিক বিভিন্ন সমস্যায়। এটি স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর উৎপাদিত অক্সাট ২০ ট্যাবলেট। অক্সাট ২০ হচ্ছে ব্যান্ড নাম এর জেনেরিক নাম হল প্যারোক্সোটিন হাইড্রোক্লোরাইড। অক্সাট ট্যাবলেটটি ১০ মিলিগ্রাম এবং ২০ মিলিগ্রাম হয় যার প্রতিটি বক্সে ৩০ টি করে ট্যাবলেট থাকে।

অক্সাট ২০ খাওয়ার নিয়ম

অক্সাট ২০ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। কারণ একজন মানুষের শারীরিক কন্ডিশন এর উপর চিকিৎসকেরা ডোজ দিয়ে থাকেন। শুধু অক্সাট ২০ না যেকোনো ওষুধি নিজে নিজে সেবন করার চেষ্টা করবেন না। এতে উপকারের চাইতে ক্ষতি বেশি হতে পারে। তারপরও আপনাদের সুবিধার্থে বলি স্কয়ার ফার্মাসিটিক্যাল এর নির্দেশিত অনুযায়ী অক্সাট ২০ খাওয়ার নিয়ম হল;
  • অক্সাট ১০/২০ দিনে একটি করে সেবন করতে পারেন।
  • অক্সাট ২০ যেকোনো সময় খেতে পারেন।
  • তবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার করা উচিত না।
সর্তকতাঃ মনোএমাইন অক্সডেজ ইনহিবিটর অথবা থায়োরিডাজিন ব্যবহারকারী সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ব্যবহার করা উচিত না। এবং হৃদপিণ্ড ও রক্ত সংবহনতন্ত্রীয় সমস্যায় এবং মৃগী রোগীদের ক্ষেত্রে অক্সাট ২০ ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে।
 
সবচেয়ে উল্লেখিত বিষয় হলো মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে এমন সকল ওষুধ সেবন করার সময় রোগীকে গাড়ি চালনা ও যন্ত্রপাতি পরিচালনা করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত।

পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে, কোন ওষুধ নিজে নিজে ডাক্তারি সেজে ওষুধ সেবন করবেন না ওষুধ সেবন করার প্রয়োজন পড়লে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করবেন।

Oxat 20 এর কাজ কি

Oxat 20 একটি শক্তিশালী সিলেক্টিভ সেরাটোনিন রিহ্যাবটেক ইনহিবিটর। উক্ত কার্যক্রমের কারণে এটি বিষন্নতা ও দুশ্চিন্তা রোধে কাজ করে থাকে। অর্থাৎ যারা খুব বিষন্ন থাকে এবং যৌন জীবন নিয়ে দুশ্চিন্তা করেন তাদের জন্য একটি কার্যকরী সমাধান দিতে পারে অক্সাট ২০। Oxat 20 সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শের সেবন করবেন। এখন জেনে নেই, Oxat 20 এর কাজ কি। Oxat 20 যেসব সমস্যার কারণে চিকিৎসেকরা সেবন করার জন্য প্রেসক্রিপশন করে থাকেন তা হল;
  • মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার।
  • প্যানিক ডিসঅর্ডার।
  • অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার।
  • সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার।
  • জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার।
  • পোস্ট-ট্রমাটিক ট্রেস ডিসঅর্ডার ইত্যাদি।

অক্সাট ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

সকল ওষুধেই কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তেমনি অক্সাট ২০ সেবনের ফলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে এসব পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এমন কিন্তু না। কারো বেশি বা কারো কম নিম্ন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিন্তু তা বিরল। তাহলে চলুন জেনে নেই, অক্সাট ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি। অক্সাট ২০ সেবন করার ফলে শরীরে যেসব সমস্যা হতে পারে তা হলো;
  • বমি বমি ভাব।
  • রুচি কমে যাওয়া।
  • মুখের শুষ্কতা।
  • ঝিমুনি।
  • বিভ্রান্তি হওয়া।
  • মাথা ঘোরা।
  • ক্লান্তি।
  • শরীরে হালকা ব্যথা অনুভূত করা।
  • ঘুম বেশি হওয়া।
  • কম যৌন ইচ্ছা।
  • পুরুষাঙ্গের শিথীলতা।
  • বীর্যপাত বিলম্বিত হয়।

অক্সাট ২০ দাম কত

প্রতিবছরই সকল ওষুধের দাম কমবেশি বৃদ্ধি পেতে দেখা যায়। কিন্তু কখন ওষুধের দাম বৃদ্ধি পায় তা অনেকে জানে না। তাই অনেকে ওষুধের দাম সম্পর্কে জানতে চায় আজকে আমরা Oxat 20 এর কাজ কি এই আর্টিকেলের অক্সাট ২০ ট্যাবলেট সম্পর্কে আলোচনা করতেছি। যার বর্তমান বাজার মূল্য প্রতি পিস ১২ টাকা। স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড অক্সাট ২০ ট্যাবলেটটি একটি বক্সে একসাথে ৩০ টি ট্যাবলেট বাজারজাতকরণ করে। যার সম্পূর্ণ বক্সের মূল্য ৩৬০ টাকা।

শেষ কথা - Oxat 20 এর কাজ কি

প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের জন্য Oxat 20 এর কাজ কি এই আর্টিকেলের মাধ্যমে অক্সাট ২০ ট্যাবলেটের কাজ, অক্সাট ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি, আপনারা সম্পন্ন আর্টিকেলটি পড়ার মাধ্যমে Oxat 20 সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ড্রিমসসেফ আইটিির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url